পদক হাতে পিতা'র কবরে ভূমিমন্ত্রী
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু'র মরণোত্তর স্বাধীনতা পদক ২০২১ গ্রহণ করে নিজ গ্রামে পিতার কবরে জিয়ারত করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
শুক্রবার (২১-মে) বিকাল ৫টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে অবস্থিত আখতারুজ্জামান চৌধুরী বাবু'র কবর জেয়ারত ও তার মাগফিরাতের জন্য দোয়া করেন তিনি।
এসময় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক,কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী,আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম সহ আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।