ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মে) জুম্মার নামাজের পর পঞ্চগড় বাজার জামে মসজিদ থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে মুসল্লিরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মুফতি আ ন ম আব্দুল করিমসহ মুসল্লিরা।
এসময় বক্তারা বলেন,ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে। বর্বর হামলা চালিয়ে প্রতিনিয়ত নিরীহ মুসলিমদের হত্যা করছে। ইসলায়েলের এমন আচরণ মেনে নেয়া যায়না। বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের দাবী জানান।