সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জিহাদুর রহমান জিহাদ শঙ্কামুক্ত
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি জিহাদুর রহমান জিহাদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ।
শুক্রবার (২১মে) সকাল ১০টার দিকে রাজধানীর কাকরাইলে দুর্ঘটনায় আহত হন তিনি।
জানা যায়, জিহাদ সকালে তার বেইলী রোডের বাসা থেকে বের হয়ে কাকরাইল মোড়ে মোটরসাইকেল এ থাকা অবস্থায় একটি কার্ভাড ভ্যান তাকে ধাক্কা দেয়। এরপর কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে আহত অবস্থায় প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে অবজারভেশনে রাখা হয়।
পুলিশের রমনা বিভাগে ডিসি সাজ্জাদুর রহমান বলেন,কার্ভাড ভ্যানের চালক ও হেলপার আটক হয়েছে। মামলা দায়ের হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
জিহাদুর রহমান জিহাদ এখন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত।
বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম পরিবার এর পক্ষ থেকে জিহাদুর রহমান জিহাদ এর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।