শিরোনাম

South east bank ad

সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতন ও গ্রেফতারে মুন্সিগঞ্জে প্রতিবাদ সভা

 প্রকাশ: ২০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

গত সোমবার সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পিবার সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জে প্রেস ক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে।

এ সময় অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্ব এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, দৈনিক রজত রেখা সম্পাদক শাহীন মো. আমানউল্লাহ, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধরী নূপুর, সহ সভাপতি মাসুদুর রহমান, সহ সভাপতি গোলজার হোসেন, সিনিসর সাংবাদিক মাহবুব হোসেন, মামুনুর রশিদ।

আরটিভি জেলা প্রতিনিধি শেখ মো. শিমুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সবুজ নিশানের সম্পাদক এড. মু. আবু সাঈদ সোহান, আমাদের অর্থনীতির মাহবুব আলম বাবু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল, নয়াদিগন্ত আব্দুস সালাম, নিউজ টোয়েন্টি ফোর সেতু ইসলাম, এনটিভি মঈনউদ্দিন সুমন, ইটিভি মো. সাইফুর রহমান, এই বাংলা মো. আরাফাতুজ্জাম বাবু, বাংলা টিভি শেখ মো. রতন, ভোরের দর্পণ হাসান জুয়েল, ঢাকা ট্রিবিউন তানজিল চাকলাদার, সময়ের আলো জুয়েল রানা, আমার বার্তা কায়সার সামির, জাগো নিউজ আরাফাত রায়হান সাকিব, ডিবিসি সাজ্জাত হোসেন, প্রথম আলো ফয়সাল হোসেন, আমার বিক্রমপুর চীপ রিপোর্টার মো শিহাব আহমেদ প্রমুখ।

সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি নির্যাতন ও গ্রেফতারের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান সাংবাদিকনেতারা।

রোজিনাকে হেনস্তাকারী সচিবালয়ের সেই নারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাংবাদিকনেতারা বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলছেন। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: