শিরোনাম

South east bank ad

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন

 প্রকাশ: ২০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, বাসাস ত্রিশাল ইউনিটের সভাপতি খোরশিদুল আলম মজিব, দৈনিক বিশ্বের মুখপাত্রের সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান সেলিম, ত্রিশাল রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক জহিরুল কাদের কবীর, ত্রিশাল প্রেসক্লাবের সদস্য মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি রুকুনুজ্জামান সরকার রাহাদ, বাসাস ত্রিশাল ইউনিটের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মেহেদি জামান লিজন, সকালের সময় প্রতিনিধি মেহেদী হাসান রিয়েল, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি ইমরান হাসান বুলবুল, ডেসটিনি প্রতিনিধি সাদিকুর রহমান, সময়ের আলো প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর প্রমূখ।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: