শিরোনাম

South east bank ad

শরণখোলায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম (বাগেরহাট):

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শরণখোলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকাল ১০টায় উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসরাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, আসাদুজ্জামান মিলন, সাংবাদিক মনিরুজ্জামান আকন, সাবেরা ঝর্ণা, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাসান তেনজিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: