শিরোনাম

South east bank ad

প্রথম আলোর সাংবাদিক গ্রেফতারের ঘটনায় পঞ্চগড়ে প্রতিবাদ

 প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাক্কারজনক ঘটনায় পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকালে পঞ্চগড় -ঢাকা মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, বাংলাদেশ জাসদের পঞ্চগড় সদর উপজেলার সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার,ডিবিসি নিউজের পঞ্চগড় প্রতিনিধি লূৎফর রহমান প্রমূখ।

বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: