শিরোনাম

South east bank ad

আড়াইহাজারে থেকে বিশনন্দী ফেরিঘাট রোডে তীব্র যানজট

 প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):

মঙ্গলবার ( ১৮-০৫-২০২১) আড়াইহাজার উপজেলা থেকে বিশনন্দী ফেরিঘাট রোডে তীব্র যানজট দেখা যায়। কিছুক্ষণ পর পর এই যানজটের সৃষ্টি হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার উপজেলা থেকে বিশনন্দী ফেরিঘাট রোডে দেখা মেলে তীব্র যানজটের। এতে করে ভোগান্তির সম্মুখে যাত্রীরা। রাস্তায় এলোপাতাড়ি গাড়ি চলাচল করার ফলে এই যানজটের সৃষ্টি।

সাধারণ মানুষ জানায়, আড়াইহাজার থেকে বিশনন্দী ফেরিঘাট যেতে ২ টি স্টিল ব্রীজ পড়ে, এতে ছোট চাকার গাড়িগুলো বড় গাড়িকে ওভারটেক করতে গেলেই গাড়ি আটকে থেকে এই যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা জানায়, গাড়িচালকদের অধৈর্য্যের ফলে, এমনটা ঘটে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় এভাবে বসে থাকতে হয় যাত্রীদের।

গাড়ীচালকেরা জানায়, ঈদের আগে এখানে আনসার নিয়োগ থাকলেও, ঈদের দিন থেকে ঈদের পরের দিনগুলোতে আর দেখা মেলেনা তাদের। ফলে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, রাস্তায় তিন চাকার ছোট অটোরিকশা গুলো চলাচল করে। এতে করেই সৃষ্টি হয় যানজটের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: