শিরোনাম

South east bank ad

টয়োটাকে ১৮ কোটি ডলার জরিমানা

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

টয়োটাকে ১৮ কোটি ডলার জরিমানা

মার্কিন আইনে গাড়ি সংস্থাগুলোর যানবাহনের কার্বন নির্গমনসংক্রান্ত সমস্যার বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ আইন মানতে ব্যর্থ হওয়ায় টয়োটাকে ১৮ কোটি ডলার জরিমানা করেছে মার্কিন বিচার বিভাগ। খবর এএফপি।

বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল জেফ্রে বোস্টার ক্লার্ক একটি বিবৃতিতে বলেছেন, টয়োটা ১৮ কোটি ডলার জরিমানা দিতে সম্মত এবং এ বিধি লঙ্ঘনের বিষয়টি যেন আগামীতে আর না ঘটে তার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

বিচার বিভাগ জানিয়েছে, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে জাপানি গাড়ি প্রস্তুতকারক এ সংস্থা মার্কিন ক্লিন এয়ার আইনের নির্গমন সীমা কিংবা নির্গমন সমস্যা নিয়ে কর্তৃপক্ষকে অবগত করতে ব্যর্থ হয়েছিল। যদিও জাপানি পরিচালকরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। পরবর্তী সময়ে ২০১৫ সালের পর তারা আইনটি মেনে চলতে শুরু করে।

বিচার বিভাগের ভাষ্য, টয়োটার এমন আচরণে বিলম্বিত ও এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। এর মাধ্যমে সংস্থাটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করেছে, ভোক্তাদের ওপর ব্যয় চাপিয়েছে এবং নির্গমনসংক্রান্ত সমস্যা থাকা গাড়িগুলোর রাস্তায় থাকাকে দীর্ঘায়িত করেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: