করোলা ক্রস উন্মোচন করল নাভানা লিমিটেড

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে টয়োটার নতুন করোলা ক্রস উন্মোচন করল নাভানা লিমিটেড। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সম্প্রতি নতুন মডেলের এ গাড়ি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে টয়োটা টুশো এশিয়া-প্যাসিফিকের জেনারেল ম্যানেজার ইয়াসুহিরো মিউরা সিঙ্গাপুর থেকে অনলাইনের মাধ্যমে যোগ দিয়ে টয়োটার নতুন ক্রসওভার মডেলটি নিয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন। নাভানা লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর হামদুর রহমান সাইমন ও টয়োটা টুশো করপোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ এবং জেনারেল ম্যানেজার তোরু মোরি নতুন ক্রসওভার মডেলটির যৌথভাবে উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাভানা লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর হামদুর রহমান সাইমন।
টয়োটার করোলা ক্রস একটি আধুনিক স্টাইলিশ গাড়ি, যা টয়োটার গুণগত মান, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতাকে প্রকাশ করে। করোলার এই হাইব্রিড ক্রস মডেলটি টয়োটার টেকসই গতিশীলতার ভিশনকে তুলে ধরে। হাইব্রিড টেকনোলজি ছাড়াও করোলার নতুন ক্রস মডেলটিতে আছে টয়োটার সবচেয়ে আধুনিক প্রযুক্তি টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার টেকনোলজি।