শিরোনাম

South east bank ad

মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

 প্রকাশ: ১৮ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

নিজের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছে অকুতোভয়ী সেনা সদস্যরা। মানুষকে করোনার বিষয়ে সচেতন করা, চিকিৎসা সহায়তা প্রদান, জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা ও লকডাউন কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা ও করে চলেছেন তারা।   বরিশাল, পার্বত্য চট্টগ্রাম  ও পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। Photo (7) Photo (5) Photo (3)   রংপুর ও কক্সবাজারে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। Photo (1) Photo (6) কক্সবাজার , পঞ্চগড় ও চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। Photo (10) Photo (9) Photo (2) Photo (9) Photo (8)
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: