শিরোনাম

South east bank ad

যুক্তরাষ্ট্রে এমিরেটসের ১২তম গন্তব্য ফ্লোরিডার মায়ামী

 প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

এমিরেটস সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার মায়ামিতে তাদের প্রথম যাত্রীবাহী ফ্লাইট উদ্বোধন করেছে। ফলে য্ক্তুরাষ্ট্র এমিরেটসের ১২তম গন্তব্য হলো মায়ামী।
বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের সাহায্যে সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। উড়োজাহাজটিতে ৮টি প্রথম শ্রেণির ব্যক্তিগত স্যুইট, বিজনেস শ্রেণিতে ৮২টি লাই ফ্ল্যাট আসন এবং ইকোনমি শ্রেণিতে ৩০৮টি আরামদায়ক যাত্রী আসন রয়েছে।

এমিরেটস বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ৭২টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইনটি ক্রমান্বয়ে তার কোভিড পূর্ববর্তী নেটওয়ার্ক পুনরুদ্ধার করে চলছে। জুলাই মাসের শেষ নাগাদ ১২০টির অধিক গন্তব্যে এমিরেটস যাত্রী সেবা দিচ্ছে। যা অতিমারী পূর্ববর্তী নেটওয়ার্কের প্রায় ৯০ শতাংশ।

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: