শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমানের এমডির সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

সম্প্রতি ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতির সঙ্গে সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক তানভির আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিনসহ বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
সাক্ষাতের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সেবার মান বাড়ানোর অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।
এ সময় তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কিছু অব্যবস্থাজনিত সমস্যার কারণে বর্তমানে পোশাক শিল্পের আমদানি ও রফতানি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
বিশেষ করে কার্গো ভিলেজে পশ্চিমা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেক্টর স্ক্যানার) মেশিন না থাকা, বিমানবন্দর থেকে পণ্য নামানোর পর পণ্যগুলো খোলা আকাশের নিচে রাখা, ক্যানোপিতে আমদানীকৃত পণ্য বিশৃঙ্খলভাবে রাখা ও পণ্যের কোনো মার্কিং না থাকা, ডকুমেন্ট অনুযায়ী পণ্য খুঁজে না পাওয়ার মতো সমস্যা মোকাবিলা করছেন উদ্যোক্তারা। এজন্য পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম সাবলীল রাখতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, তৈরি পোশাকের রফতানি বাড়ছে, সেজন্য কার্গো হ্যান্ডলিংয়ে কিছু সমস্যা হচ্ছে। তবে বিমান কার্গো হ্যান্ডলিংয়ে সেবার মান বাড়ানোর জন্য সাম্প্রতিক সময়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল সম্প্রসারণের কাজ চলছে, যা আগামী দুই বছরের মধ্যে শেষ হবে। এটি শেষ হলে কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাপনা আরও উন্নত হবে। তবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্গো হ্যান্ডলিংয়ে সেবার মান বাড়ানোর বিষয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে।

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: