শিরোনাম

South east bank ad

৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ

চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

তবে এসময়ে প্রবাসীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইট বন্ধ হচ্ছে না। বরং আজ রাত থেকে

তাদের জন্য কুয়েত ও বাহরাইনের সঙ্গেও ফ্লাইট চলাচল শুরু হবে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছি।’

তিনি আরও বলেন, ‘তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।’

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: