শিরোনাম

South east bank ad

বিমানের বহরে যুক্ত হলো আরও একটি নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

 প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

বিমানের বহরে যুক্ত হলো আরও একটি নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। শুক্রবার বিকেল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ড্যাশ-৮ মডেলের বিমানটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বিমানটির নাম রেখেছেন ‘শ্বেতবলাকা’।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ড্যাশ-৮ মডেলের প্লেনটি শুক্রবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করার পর এভিয়েশন ফ্যানফেয়ারের অংশ হিসেবে উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।
এর আগে কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় উড়োজাহাজটি।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর, দ্বিতীয়টি গত ২৪ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি আজ দেশে পৌঁছালে।

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: