শিরোনাম

South east bank ad

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ দুদকে

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান মীনহাদুজ্জামান লীটনের বিরুদ্ধে অন্যের পুকুরের প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।

জাতীয় পরিবেশ ও মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে মাছ লুটসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর দাখিল করা হয়েছে।

সম্প্রতি দুদকে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাতলা উপজেলা চেয়ারম্যান মীনহাদুজ্জামান লীটন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

দুদকে পাঠানো অভিযোগে বলা হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই লীটন তার ক্ষমতার অপব্যবহার করে সোনাতলা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সরকারি বরাদ্দ উৎকোচের বিনিময়ে বণ্টন করেন, যার প্রমাণ সংযুক্ত করা হয়েছে।

ক্ষমতার দাপট পোক্ত করতে সোনাতলাকে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছেন। রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনীও। তার বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলেই নেমে আসে অমানষিক নির্যাতন।

ক্যাডার বাহিনীকে ব্যবহার করে উপজেলার গাঁড়ামারা গ্রামের বাসিন্দা ছাখাওয়াত হোসেন মণ্ডলের পুকুর থেকে ১ কোটি ২৬ টাকার মাছ লুট করার অভিযোগ রয়েছে এই লিটনের বিরুদ্ধে।

এছাড়া তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, জোর করে পদ আঁকড়ে থাকাসহ আরও বেশকিছু অভিযোগ আনা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মীনহাদুজ্জামান লীটনের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে। এর কোনো সত্যতা নেই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

BBS cable ad

দুদক এর আরও খবর: