শিরোনাম

South east bank ad

দুদকের ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপর উচ্চতর প্রশিক্ষণে তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে ৩ জন কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে অবস্থান করছেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে ডিজিটাল ফরেনসিক ল্যাব সংক্রান্ত বৈদেশিক প্রশিক্ষণের সূচনা হয়েছে।

নবপ্রতিষ্ঠিত ডিজিটাল ফরেনসিক ল্যাবের সর্বমোট ৭টি মডিউলের উপর দুদকের ফরেনসিক ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, স্পেন এবং ভারতে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে তথ্য প্রযুক্তি সংক্রান্ত দুর্নীতি উদঘাটনে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মকর্তাগণের অনুসন্ধান ও তদন্তকালে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে বলে কমিশন আশাবাদ ব্যক্ত করে।

BBS cable ad

দুদক এর আরও খবর: