দুদকের উপসহকারী পরিচালককে অপসারণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)- তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী-কে চাকরি হতে অপসারণ করা হয়।
বিধি মোতাবেক তিনি ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বুধবার অপরাহ্ণ থেকে এই আদেশ কার্যকর বলে গণ্য হয়েছে।