চেয়ারম্যানের বিধবা-বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজশাহীর বাঘা উপজেলার ৩ নম্বর পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মেরাজুল ইসলাম মেরাজের বিরুদ্ধে উঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দল।
গতকাল রোববার (৩০ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইনের নেতৃত্বে এ অভিযান চলে।
জানা যায়, অভিযানে সাব-রেজিস্ট্রি অফিস, মীরগঞ্জ মডেল ভূমি অফিস হতে খতিয়ান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বাস্তবায়ন করা কয়েকটি প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম। রেকর্ডপত্র পর্যালোচনা করে তারা কমিশন বরাবর প্রতিবেদন উপস্থাপন করবে।
চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের বিরুদ্ধে জমি ক্রয়, ছয়তলা ভবন নির্মাণে অনিয়ম, বিধবা ও বয়স্ক ভাতার অর্থ প্রদান না করে আত্মসাতের অভিযোগ উঠেছে।
এছাড়া নড়াইলের উপজেলা ভূমি অফিসের নায়েকের বিরুদ্ধে গ্রাহকের কর আদায় বাবদ ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে আরেকটি অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট দল। দুদক যশোরের সহকারী পরিচালক আখতারুজ্জামানে নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযান পরিচালনাকালে অভিযোগকারীর ঠিকানা অসম্পূর্ণ থাকায় তাকে পাওয়া যায়নি। এছাড়া অভিযোগে বর্ণিত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা যায়নি।