শিরোনাম

South east bank ad

সাবেক পুলিশ পরিদর্শক শাজাহানের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারি সম্পদ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার (৩০ জানুয়ারি) জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশত সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে। যার মধ্যে কিছু নথিপত্র এরই মধ্যে দুদকের হাতে এসেছে।

অনুসন্ধান কাজের তদারকি কর্মকর্তা হিসেবে দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ এক এম জায়েদ হোসেন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: