শিরোনাম

South east bank ad

আল্লাহর ৯৯ নাম খচিত ‘আসমাউল হুসনা’ মিনার উন্মুক্ত

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ইসলাম ও জীবন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মহান আল্লাহর ৯৯ নামখচিত নবনির্মিত, ‘আসমাউল হুসনা মিনার’ নির্মাণের পর তা জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

গত (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার উদ্বোধনের আনুষ্ঠানিকতা ছাড়াই নির্মাণকাজ শেষে দৃষ্টিনন্দন মিনারটি জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া হয়। এই মিনারটির অবস্থান বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এই মিনারের উদ্যোক্তা এবং বসুরহাট পৌরসভার অর্থায়নে এটি নির্মিত হয়েছে। এই মিনারটিতে আরবিতে মহান আল্লাহ পাকের ৯৯টি নাম খচিত রয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘আসমাউল হুসনা মিনার’ (আল্লাহর ৯৯ নাম)।

মিনারটি ধর্মপ্রাণ মুসলমানদের নজর কাড়ার পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মহান আল্লাহর ৯৯টি সুন্দর নামের সঙ্গে পরিচিত হতে সহায়ক হবে। তবে আরবির পাশাপাশি নামসমুহ বাংলা বানানেও লেখা থাকলে কোমলমতি শিক্ষার্থীদের পড়তে ও বুঝতে সুবিধা হবে বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।

BBS cable ad