হজযাত্রীদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
হজযাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।
রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ।
বৈঠকে মডেল মসজিদ নির্মাণের অর্থ জরুরি ভিত্তিতে ছাড় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। ওমরা যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় জানানো হয়েছে।
বৈঠকে আরো অংশ নেন ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।