শিরোনাম

South east bank ad

বিদেশিদের হজ পালনের ‍সুযোগ সীমিত : এবারও হজের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ইসলাম ও জীবন

সৌদি আরব এবারও বিদেশিদের হজ পালনের ‍সুযোগ সীমিত রেখেছে। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারও পবিত্র হজব্রত পালনের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের মুসলিমরা। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এজন্য হাজিদের তথ্য সংগ্রহে ই-হজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। সব সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে। মন্ত্রী বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চাচ/গির্জা কবরস্থান-উপাসনালয়কে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।’

BBS cable ad