প্রায় ২০ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের মুসলিমদের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হবে আগামী ১৩ এপ্রিল, মঙ্গলবার। চলতি বছর পবিত্র রমজান মাসে গ্রিনল্যান্ডের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবে। বিস্ময়কর হলেও সত্যি যে (১৯ ঘণ্টা ৫৭ মিনিট) প্রায় ২০ ঘণ্টা রোজা রাখতে হবে তাদের।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, দ্বিতীয় দীর্ঘসময় রোজা রাখবেন আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মিনিট), ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ডের মুসলিমরা (১৮ ঘণ্টা ৩৬ মিনিট) রোজা রাখবেন।
অন্যদিকে, সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ২০ মিনিট), চিলি, অস্ট্রেলিয়া, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকার (১১ ঘণ্টা ৫২ মিনিট) মুসলিমরা। এদিকে অঞ্চল ভিত্তিক সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে বিশ্বে ধর্মপ্রাণ মুসলিমদের ১০ থেকে ২১ ঘণ্টা সময় পর্যন্ত রোজা রাখতে হবে।
বাংলাদেশসহ এ অঞ্চলের মুসলিমরা ১৪৪২ হিজরির রমজানের প্রথমদিন রোজা পালন করবে প্রায় ১৪ ঘণ্টা ৮ মিনিট। অঞ্চলভেদে সময়ের কিছুটা তারতম্য হবে।