শিরোনাম

South east bank ad

সিপিবির ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

সিপিবির ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এইচ কবীর টিটো, (গফরগাঁও):

" নিত্য পণ্যের দাম কমাও, মানুষের জীবন বাঁচাও " প্রতিবাদ্য ধারণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও উপজেলা শাখা।

এ উপলক্ষ্যে আজ ৬ মার্চ (রোববার) বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রবীণ কমিউনিস্ট নেতা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি কমরেড আজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও কমরেড লুৎফর রহমান কাজল ঢালীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, শ্রমিক নেতা কমরেড সাদেকুর রহমান শামীম, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান মিন্টু, বিশিষ্ট চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু , উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সহ সম্পাদক মাহাবুল আলম রিপন, গফরগাঁও সাহিত্য সংসদের সদস্য নাসির উদ্দিন প্রমুখ।

উপজেলা সিপিবির সম্পাদক কমরেড সাইফুস সালেহীন তাঁর বক্তব্যে পার্টির প্রয়াত ও শহীদ কমরেডদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন ব্রিটিশ ভারতের সাম্রাজ্যবাদী শাসক ও সামন্তবাদী শোষণের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জন্ম নেওয়া কমিউনিস্ট পার্টি এ ভূখণ্ডের সকল অন্যায়, অবিচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করে গৌরবোজ্জল ঐতিহ্য সৃষ্টি করেছে।

তিনি ব্রিটিশ বিরোধী লড়াই থেকে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকা স্মরণ করে বলেন লড়াইয়ের ধারাবাহিকতায় আজও কমিউনিস্ট পার্টি শ্রমিক, কৃষক মধ্যবিত্ত সহ ৯৯ ভাগ বঞ্চিত, নিপীড়িত মানুষের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম অগ্রসর করে নিচ্ছে।

চলমান এই সংগ্রামে তিনি সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সোহেল রানা।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: