ময়মনসিংহে ব্রজপাতে নিহত -১

এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের তারাকান্দায় রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামের আতিকুল (১৮)নামে যুবক ব্রজপাতে নিহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপরে বাড়ির পাশে আমজত আলির ছেলে আতিকুল ও হরমুজ আলির ছেলে কবির(১৭)বৃষ্টির মাঝে ফুটবল খেলতে গেলে ব্রজপাতে গুরুত্বর আহত হয়। স্থানীরা উদ্বার করে হাসপাতালে নেওয়ার পথে আতিকুল রাস্তায় মারা যায়। শেষ পাওয়া পর্যন্ত, আহত কবির (১৭) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।