মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১

মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের সীমান্তবর্তী জেলা ফরিদপুরের নগরকান্দায় মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক বন্ধু।আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার জয়বাংলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, নড়াইল, সদর উপজেলার নজরুল ইসলামের ছেলে তুর্য (২৩), তার বন্ধু রাউফু (২৫)।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নড়াইল সদর উপজেলা থেকে একটি মোটর সাইকেলে করে তিন বন্ধু পদ্মা সেতু দেখার জন্য যাচ্ছিলেন।এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তুর্য (২৩) ও রাউফু (২৫) ঘটনাস্থালে মারা যান। অপর বন্ধু সান (২৪) গুরুতর আহত হন। সানতে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।