মাদারীপুরে জননেত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।সোমবার সকাল ১১টায় মাদারীপুর এম.এম.হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর জেলা আওয়ামী লীগ। আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন উজ্জ্বলসহ অনেকেই।
পরে পাঁচ শতাধিক দুঃস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।