শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে আসামিকে ধরতে গিয়ে আসামীর ছেলে ও পুত্রবধুকে পিটিয়ে আহত করেছে পুলিশ

 প্রকাশ: ১৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

গোপালগঞ্জে আসামিকে ধরতে গিয়ে আসামীর ছেলে ও পুত্রবধুকে পিটিয়ে আহত করেছে পুলিশ

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে চুরি মামলার আসামিকে ধরতে গিয়ে আসামীর ছেলে ও পুত্রবধুকে বেধরক মারপিট করে আহত করেছে পুলিশ। এসময় তাদের ৪র মাসের শিশু সন্তানকে ছুড়ে ফেলে দেয়।

আজ শনিবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, সকালে চুরি মামলার আসামী কাইয়ুম মোল্লাকে সাধারন পোশাকে ধরতে যায় গোপালগঞ্জ সদর থানার এসআই অজিত কুমার সরকার ও এএসআই সাইদুর রহমান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাইয়ুম দৌঁড়ে পালিয়ে যায়।

এই রাগে ওই দুই পুলিশ সদস্য ইনছানকে বাঁশ দিয়ে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় ইনছানের স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে ও তাদের শিশুপুত্রকে তার মায়ের কোল থেকে ছিটকে ফেলে দেয়।

পরে এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাড়ির সামনে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ওই দুই পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে এবং আহত স্বামী ও স্ত্রীকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত ইনছান মোল্লা বলেন, পুলিশ আমার বাবা কাইয়ুম মোল্লাকে ধরতে যায়। আমি পুলিশ দেখে চিৎকার দিলে আমার বাবা দৌড়ে পালিয়ে যায়। এই রাগে আমাকে বাঁশ দিয়ে পেটালে থাকলে আমার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহাত করে এবং আমার শিশুপুত্রকে ছিটকে ফেলে দেয়। আমাদের পুলিশের গাড়ীতে করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে চিকিৎসা দেয়।

তবে অভিযুক্ত দুই পুলিশ সদস্য এসআই অজিত কুমার সরকার ও এএসআই সাইদুর রহমানের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, একাধিক চুরি ও ডাকাতি মামলার আসামী কাইয়ুম মোল্লাকে গ্রেপ্তার করতে দুই পুলিশ তাদের বাসায় যায়। এসময় পুলিশ আসামীকে ধরে ফেললে তার পুত্রবধু পুলিশের হাত কামড়ে দেয় এবং অভিযুক্ত কাইয়ুম পালিয়ে যায়। পুলিশের সঙ্গে ইনছান ও তার স্ত্রীর ধস্তাধস্তি হয়। এসময় তাদের শিশুটিও আঘাত পায়। তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তিনি আরো বলেন, সম্প্রতি লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তারপাড়ায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ঘটে। এতে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের অর্ধশত মানুষ আহত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়। এই মামলায় অনেকে আসামী আছেন। এতে পুলিশের বিপক্ষে একটি গ্রুপ এই অপবাদ দিচ্ছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: