ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।স্বাস্থ্যবিধি মেনে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদে। শুধুমাত্র মসজিদের ভিতরে নামাজ আদায়ের কথা থাকলেও মসজিদের বাইরে ঈদগাহ মাঠেও নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মুসুল্লী। এসময় ইমামতি করেন কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
ঈদগাহে প্রবেশের দুটি গেইটে মুসল্লীদের তল্লাশী করে প্রবেশ করানো হয়। মাস্ক ছাড়া কাউকেই ঈদগাহে প্রবেশ করতে দেয়া হয়নি।
জামাতে অংশগ্রহন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক এনামুল হকসহ সকল ধর্মপ্রাণ মুসল্লীগন।
নামায শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও শহরের বড় মসজিদ, আকুয়া মার্কাজ মসজিদ, চরপাড়া জামিয়া ইসলামিয়া, পুলিশ লাইন জামে মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।