শিরোনাম

South east bank ad

আনোয়ারার মার্কেটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

 প্রকাশ: ১৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আনোয়ারার মার্কেটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

সন্ধ্যা ঘনিয়ে আসলেই আকাশে দেখা মিলবে শাওয়ালের নতুন চাঁদ তাঁরই সাথে সবার মনে বয়বে ঈদের আমেজ। শুরু হবে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ হাতে মেহেদী আর নতুন কাপড়ে সাজা। তাই আজ রমজানের শেষ দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মার্কেট ও শপিং মলগুলো ক্রেতাই টইটম্বুর। চলছে জমজমাট কেনাকাটা। বিভিন্ন মার্কেট ও শপিং মল ঘুরে পছন্দের পোশাকসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী খুঁজে নিচ্ছেন ক্রেতারা। পোশাক, কসমেটিকস, জুতাসহ অন্যান্য দোকান ও ফুটপাতজুড়ে কেনাবেচা চলছে সমান তালে। করোনাকালে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ঈদে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন আনোয়ারা ও আশেপাশের উপজেলা থেকে আসা ক্রেতা ও বিক্রেতারা।

বৃহস্পতিবার (১৩-মে) সকাল থেকে উপজেলার প্রাণ কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার,সেন্টার, বটতলী বাজার এবং উপজেলায় অবস্থিতি বিভিন্ন বিপনী বিতান ও শপিং মল ঘুরে দেখা গেছে, পরিবারের পুরুষ সদস্যরা পাঞ্জাবি-টুপি আর নারী-শিশুরা কসমেটিকস সহ সাজসজ্জার বিভিন্ন প্রসাধনী কিনতে ব্যস্ত। তবে বিভিন্ন দোকানীদের তথ্য মতে শেষ মুহুর্তে যারা কাপড়-ছোপড় কেনার জন্য ভীড় জমিয়েছে তাদের বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের। আনোয়ারা,বাঁশখালী,কর্ণফুলী এই তিন উপজেলার ত্রিমূখী চাপ থাকার কারণে উপজেলার চাতুরী চৌমুহনীতে ক্রেতার ভীড় টা একটু বেশিই লক্ষ্য করা গেছে।

দেখা যায়, উপজেলার প্রায় সবকটি শপিং মলে সামাজিক দূরত্ব তো দূরের কথা, বহু মানুষের মুখে মাস্কও দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানার নজরদারিও নেই। গাদাগাদি করেই চলাচল করছে সবাই। মার্কেটের প্রতিটি দোকানেই মানুষের ভিড় দেখা গেছে। বিক্রেতারা বলছেন, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। বেচাবিক্রিও ভালো হচ্ছে।
উপজেলার বিভিন্ন টেইলার্স গুলোতে গত ২/৩ দিন আগে থেকে কাপড়ের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন শুধু টেইলার্সগুলোতে কাপড় ডেলিভারি আর থান কাপড় বিক্রি চলছে।
অপরদিকে উপজেলার ক্রোকারিজের দোকান গুলোতে ঘরের ব্যবহৃারিত এবং ঘর সাজানোর আসবাবপত্র কিনছেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা।

সুজন নামের কেইপিজেডে এক কর্মচারী বলেন,গত কালই কেইপিজেডের ঈদের ছুটি শুরু হয়েছে এতদিন অফিস খোলা ছিলে তাই কোনো কেনাকাটা করতে পারিনি। আজ পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনাকাটা করতে আসলাম। প্রচুর পরিমাণ কাপড়-চোপড় রয়েছে তবে দামটা একটু বেশি।

জানতে চাইলে পোশাক বিক্রেতা কিরণ বলেন, লগডাউনের কারণে বাহির থেকে মালামাল তেমন আনতে পারিনি তবুও মুটামুটি ‘বিক্রি ভালো হচ্ছে। বিভিন্ন রঙের পোশাক থাকায় মানুষ নিজেদের পছন্দ মতো কিনতে পারছেন। দামও আয়ত্তে রয়েছে।’

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: