শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে ভেজাল পন্য উৎপাদন করার অপরাধে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

 প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ময়মনসিংহে ভেজাল পন্য উৎপাদন করার অপরাধে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

রাসেল আহমেদ(ময়মনসিংহ):

ময়মনসিংহের ভালুকায় নকল কসমেটিকস রাখা ও উৎপাদন করার দায়ে ব্যবসায়ী গাজী লুৎফর রহমানকে (৪০) কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায় ৩ মাসের কারাদন্ড দেয়। এ সময় ১০ লক্ষ টাকার নকল কসমেটিকস জব্দ করে পুুুলিশ।

গাজী লুৎফর রহমান মাদারীপুর জেলার ডাসা উপজেলার গাজী গোলাম মোস্তফার ছেলে। সে ভালুকা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে ভাড়া বাসায় এসব কসমেটিকস বিক্রি ও উৎপাদন করতেন।

শনিবার (৮ মে) বিকাল ৫ টার দিকে ভালুকা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের ওয়াবদার মোড়ে ভাড়া বাসায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. মাইন উদ্দিন দন্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা থানার এসআই মো. ইকবাল হোসেন, এসআই মো. মতিউর রহমান, এসআই মো. আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার নকল কসমেটিকসসহ ব্যবসায়ী গাজী লুৎফর রহমানকে আটক করে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে।

এ বিষয়ে ভালুকা থানার থানার এসআই মো. ইকবাল হোসেন বলেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুুুল হাসানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা পৌর শহরের ০৮ নং ওয়ার্ড ওয়াবদার মোড়ে গাজী লুৎফর রহমানের ভাড়া বাসার একটি কক্ষ থেকে আনুমানিক ১০ লক্ষ টাকার নকল কসমেটিকসসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ভেজাল পন্য উৎপাদন ও হেফাজতে রেখে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সাজা দেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: