জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে আটোয়ারীতে অবহিতকরণ সভা

মাসুদ রানা (আটোয়ারী):
২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (০৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সরকারের গৃহিত কর্মসুচি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে পরামর্শমুলক বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) দুলাল উদ্দীন, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল এবং ঢাকা থেকে আগত কুকুর টিকাদান কর্মসুচির সুপারভাইজার ইমরান কবীর। এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ভেটেনারী সার্জন ডা. শামীমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সইফুজ্জামান বিপ্লব, ডা.সানোয়ার হুদা সাধন, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. হুমায়ুন কবীর বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ থেকে ৬ লক্ষ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচরের শিকার হয়ে থাকে, যাদের মধ্যে বেশির ভাগই শিশু। এছাড়াও প্রায় ২৫ হাজার গবাদী প্রাণি এ রোগের শিকার হয়ে থাকে। তিনি বলেন,বাংলাদেশে ইতিপুর্বে জলাতঙ্ক রোগে হাজার হাজার মানুষ ও গবাদী প্রাণি মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম চলছে। তিনি বলেন, আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নে কুকুরের টিকাদান কার্যক্রম চলবে। প্রতি ইউনিয়নে ৪টি করে মোট ২৪ টি দক্ষ টিম কুকুরকে টিকা প্রদান করবে। এদের সহযোগিতা করার জন্য তিনি সবাইকে আহবান জানান।