দীর্ঘ ৪ বছর পর হত্যার রহস্য উধঘাটন করল পিবিআই

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
দীর্ঘ ৪ বছর পর মোসলেম উদ্দিন (৭৫) হত্যার রহস্য উধঘাটন করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় জড়িত থাকার অভিযোগে আকরাম হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আকরাম হোসেনকে মঙ্গলবার (২৭ এপ্রিল) তার নিজের গ্রাম ত্রিশালের অলহরি বাদামিয়া থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে নেয়া হলে আকরাম হোসেন মোসলেম উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এ বিষয়ে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ত্রিশালের অলহরি বাদামিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ছফির উদ্দিন বাদামিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনোহরি দোকান করতেন। সে সারাদিন দোকানে ক্রয়-বিক্রয় করে রাতে বাসায় থাকলেও তার বাবা মোসলেম উদ্দিন রাতে দোকানে থাকতেন।
তিনি আরও বলেন, বাদামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে উচ্চবিদ্যালয় নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দু’পরে বিরোধ হয়। বিরুধে এক পক্ষকে ফাঁসাতে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর মধ্যরাতে আকরাম হোসেন চৌধুরী তার সহযোগীদের নিয়ে বিড়ি কেনার অজুহাতে মোসলেম উদ্দিনের দোকান ঘরে ঢুকে। দোকানে ঢুকে দোকানের মেঝেতে থাকা ইট দিয়ে মোসলেম উদ্দিনের মাথায় আঘাত করে এবং ছুরি দিয়ে মোসলেম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।
পরে ওই বছরের ৭ সেপ্টেম্বর ত্রিশাল থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ হেডকোয়াটারের নির্দেশে ওই বছরের ১৪ ডিসেম্বর ময়মনসিংহ পিবিআই মামলার তদন্ত শুরু করেন।
দীর্ঘ তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলে পাওয়া পায়ের চিন্হ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়।