বেপরোয়া ট্রাক প্রাণ নিল সিএনজির চালকসহ তিনজনের

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের তারাকান্দায় বেপরোয়া ট্রাকচাপায় সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, খলিল মিয়া (৩২) সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা, সিনজি চালক শহিদুল ইসলাম (৩৪) একই উপজেলার উত্তর গুজির কোনা গ্রামের আশরাফ আলী ছেলে, মাসুম (২৮) সে একই উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা
বুধবার (২৮ এপ্রিল) সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান। তিনি বলেন, ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায় সিএনজি চালিত অটোরিকসা। পথিমধ্যে তারাকান্দার খিচা নামক স্থানে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মাসুম মিয়া মারা যায়। এসময় গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সিএনজির চালক খলিল মিয়া ও যাত্রী শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ঘাতক ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।