শিরোনাম

South east bank ad

চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

চুনারুঘাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের গোয়াছপুরে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত পুতুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা নেয়ার পথে আহত পুতুলের মৃত্যু হয়। নিহত পুতুল মিয়া ওই গ্রামের আব্দুল আহাদ সোনাই মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে , রবিবার (১৮ এপ্রিল) মকসুদ আলী ও তার ছেলে বিল্লাল মিয়া গংদের সাথে পুকুরপাড়ের রাস্তা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুতুল মিয়া সহ ৬ জন আহত হন । আহতরা চুনারুঘাট, হবিগঞ্জ ও সিলেট চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যো পুতুলকে আশঙ্কা জনক সিলেট থেকে ঢাকা প্রেরণ করেন। সোমবার রাতে ঢাকা নিয়ে যাওয়ার পথে মাধবপুর এলাকায় পুতুলের মৃত্যু হয়। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: