শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে পঞ্চাশ মণ জাটকা জব্দ

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সিগঞ্জে পঞ্চাশ মণ জাটকা জব্দ

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করেন মাওয়া কোস্টগার্ড। সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার কবুতরখোলা এলাকায় নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি গ্যালন থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে অভিযানে জাটকা মজুদকারীদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

এবিষয়ে কোস্টগার্ড সদর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক প্রেস রিলিজে জানান, জাটকা মজুদের গোপন সংবাদের ভিত্তি ভোরে কবুতর খোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর পাড়ে পরিত্যাক্ত অবস্থায় ১০টি গ্যালনে এসব জাটকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়ি। পরবর্তীতে সকাল ৯ টার দিকে জাটকা মাছগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন, জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: