শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ময়মনসিংহে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

রাসেল আহমেদ (ময়মনসিংহ প্রতিনিধি): ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একদিনে করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, রেনু দে (৬৭), মাহমুদা আলম (৬০), পুষ্পা রাণী (৬৫), মোতালেব মিয়া (৪৫) রোজী বেগম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ জন করোনা আক্রান্ত ও ৩ জন করোনার উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। নিহতের মধ্যে রেনু দে ও মাহমুদা আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকী তিন জন পুষ্পা রাণী, মোতালেব মিয়া ও রোজী বেগম করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার (১৬ এপ্রিল) ২৮২ টি নমুনা পরীক্ষা করে ৪১ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদরে ২৩ জন, ভালুকায় ১১ জন, ত্রিশালে ২ জন, মুক্তাগাছায় ১ জন, ঈশ্বরগঞ্জ ১ জন,হালুয়াঘাটে ১ জন, ফুলবাড়িয়ায় ১ জন, ফুলপুরে ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: