শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে ডাকাত গ্রেফতার

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুকসুদপুরে ডাকাত গ্রেফতার

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামী শাহ আলম (৪৯) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে একদল পুলিশ উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠে ঘেরাও করে তাকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আওতায় নিশ্চিন্তপুর মাঠে এলাকার চিহিৃত ডাকাত শাহ আলম শেখ অবস্থান করছে মর্মে গোপনে খবর আসলে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আইসি’র নেতেৃত্বে ১২ জনের একটি পুলিশ দল ওই মাঠ ঘিরে ফেলে তাকে আটক করতে সক্ষম হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির সাব-ইনেসপেক্টর শওকত হোসেন জানান আটককৃত শাহ আলম শেখের পিতার নাম সাদেক শেখ গ্রাম নিশ্চন্তপুর, মুকসুদপুর গোপালগঞ্জ। তার নামে মুকসুদপুর ও কাশিয়ানি থানায় ২ টিসহ একাধিক ডাকাতি মামলার আসামী। এছাড়া সম্প্রতি একটি চুরি মামলায়ও বেশ কিছুদিন হাজতবাস করে বর্তমানে জামিনে আছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: