শিরোনাম

South east bank ad

মাদারীপুর শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাদারীপুর শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

এসএম আরাফাত হাসান (মাদারীপুর):
মাদারীপুর জেলার শিবচরে রামদা, চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের শফিজ আকনেরকান্দি গ্রামের মিরাজ আকনের বাড়ির সামনে থেকে একটি ইজি বাইকের মধ্যে থেকে ৪ টি চাইনিজ কুড়াল, ২ টি রাম দা, ৯ টি গুলতি ও ১০০ মারবেল উদ্ধার করা হয়। এসময় রনি হাওলাদার(১৮) ও হালান শিকদার(৩২) নামের দুইজনকে আটক করে পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মনোয়ার বেপারীর সমর্থক। তারা প্রতিপক্ষের লোকজনের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজিবাইকের সীটের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন বলেন,'আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। তারা প্রতিপক্ষের উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: