শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ীর ছাদ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ীর ছাদ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেহের মামুন (গোপালগঞ্জ) : গোপালগঞ্জে নির্মানাধীন বাড়ি ছাদ থেকে পড়ে মো: জাহিদুল ইসলাম (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো: জাহিদুল ইসলাম নিলফামারী জেলার ডেমরা উপজেলা নি:সুন্দর খাতা গ্রামের মো: খবিরুল ইসলামের ছেলে। সে রাজ মিস্ত্রী হিসেবে নিলফামারী হতে গোপালগঞ্জে এসে বেশ কিছুদিন ধরে কাজ করে আসছিল।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, শহরের নবীনবাগ এলাকায় একটি বাড়ির দোতলার ছাদ সেন্টারিং-এর কাজ করছিলেন শ্রমিক জাহিদুল ইসলাম।

এসময় অসাবধানতাবশত ভাবে পা পিছলে বাড়ির পাশেই থাকা পাকা সড়কের উপর পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মো: ফারুক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: