ওসমানীনগরে মালবাহী ট্রাকে মিললো লাশ

সিলেটের ওসমানীনগরে মালবাহী ট্রাকের ভেতর থেকে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলা এলাকায় পাথরবাহী ট্রাক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার ঢাকা-সিলেট মহাসড়কে সকালে একটি পাথরবাহী ট্রাক ঢাকা মেট্রো ট (২২-৫২১১) দাঁড়িয়ে থাকতে দেখেন ঢাকা ট্রায়ার্স এÐ ব্যাটারী স্টোরের মালিক ছিদ্দিকুর রহমান। এসময় ট্রাকটি তার দোকানের সামন থেকে সরানোর জন্য তিনি ড্রাইভারকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে ট্রাকের ড্রাইভিং সিটের গøাসের দিকে তাকিয়ে ভেতরে একটি রক্তাক্ত লাশ দেখতে পান ছিদ্দিকুর। পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাসকুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি হচ্ছেন উক্ত ট্রাকের চালক। তার নাম মুজিবুর রহমান (৪০), তিনি কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা। ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। কী কারণে এই ঘটনাটি ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ।