মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

আলহাজ্জ্ব মোঃ টুকু শেখ ও আয়েশা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের জনগণকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। মোট ৫২৩ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। রোগীদের ডায়বেটিস পরীক্ষা, চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা এবং বিনামূল্যে চোখের ড্রপ ও বিভিন্ন ঔষধ বিতরন করা হয়।২০০ মানুষকে চিকিৎসকদের পরামর্শক্রমে বিনামূল্যে চশমা দেওয়া হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদসহ ১৬ সদস্যের টিম এ কার্যক্রমে অংশ নেয়।