শিরোনাম

South east bank ad

সিম্ফনির কাস্টমার কেয়ার এখন কাঁচপুরে

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

সিম্ফনির কাস্টমার কেয়ার এখন কাঁচপুরে
সম্প্রতি সিম্ফনি মোবাইল ৪৫তম কাস্টমার কেয়ার উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব সার্ভিস, এডিসন গ্রæপ, এসএম. মোরশেদুজ্জামান এবং রাজীবুল হক, হেড অব সিএস সাপোর্ট, এডিসন গ্রুপ। এই নতুন কাস্টমার কেয়ারটি সেনপাড়া জামে মসজিদ শপিং কমপ্লেক্স (দ্বিতীয় তলা), কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জে করা হয়েছে। গ্রাহকরা তাদের হ্যান্ডসেটের যাবতীয় সমস্যা এখান থেকে সমাধান করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে সিম্ফনির আরও ৪৪টি কাস্টমার কেয়ার রয়েছে। বর্তমানে সিম্ফনিরই আছে সবচাইতে বড় কাস্টমার কেয়ার নেটওয়ার্ক।
BBS cable ad

টেলিকম এর আরও খবর: