শিরোনাম

South east bank ad

বিকাশ অ্যাপের মাধ্যমে সোনালী ব্যাংকের সব গ্রাহক ‘ট্রান্সফার মানি’ ও ‘অ্যাড মানি’ করতে পারবেন

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

বিকাশ অ্যাপের মাধ্যমে সোনালী ব্যাংকের সব গ্রাহক ‘ট্রান্সফার মানি’ ও ‘অ্যাড মানি’ করতে পারবেন

দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের সারাদেশের সব গ্রাহকের লেনদেন এবার হবে বিকাশে। কেননা, এখন থেকে বিকাশ গ্রাহক ব্যাংক একাউন্ট থেকে ‘ট্রান্সফার মানি’ ও ‘অ্যাড মানি’ করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে।

বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সেবার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি বলেন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ইন্টার অপারেটর ট্রানজেকশন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের কস্ট, ভিজিট এবং টাইম সাশ্রয় হবে।
পলক বলেন, ডিজিটাল আর্থিক লেনদেনের সেবাগুলো সাধারণ মানুষকে করোনাকালীন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশি সক্ষমতা দিয়েছে। একই সঙ্গে এই সেবার গুরুত্ব এবং উপযোগিতাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। বৃহত্তম দুটি সরকারি-বেসরকারি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এমন যৌথ উদ্যোগ নিঃসন্দেহে আর্থিক অর্ন্তভুক্তি সহ সব ধরনের ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার পথকে আরো সুগম করলো

সোনালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক সিনিয়র সচিব আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিকাশের প্রতিষ্ঠাতা সিইও কামাল কাদির।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম।

অনুষ্ঠানে মোবাইলে আর্থিক লেনদেন প্রযুক্তিটি আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহীতা এবং দ্রুততা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ক্যাশে লেনদেন কমাতে পারলে দুর্নীতি, অনিয়ম কমিয়ে আনাসহ আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

একইসঙ্গে আর্থিক খাতের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল লেনদেনে আর্থিক প্রণোদনা দেয়ার আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: