শিরোনাম

South east bank ad

বিকাশে প্রণোদনা পাবে করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারি

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

দেশে করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৫৭ হাজার ৫০০ জন খামারি প্রণোদনা হিসেবে ৫৬৮ কোটি টাকা পাবে। এর মধ্যে চার লাখ উপকারভোগীর প্রণোদনাই পৌঁছে যাবে বিকাশের মাধ্যমে। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টেম্বন।

দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে এবং বাংলাদেশের আমিষ উৎপাদনে সফলতা অব্যাহত রাখতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রণোদনা দেয়া হচ্ছে। এর আওতায় করোনাকালীন ক্ষতিগ্রস্ত ডেইরি, সোনালি মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি ও হাঁস খামারিরা প্রণোদনার অর্থ পাচ্ছেন। উপকারভোগী খামারিরা দেশব্যাপী বিকাশের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সহজে, কোনো বাড়তি খরচ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রণোদনার অর্থ উত্তোলন করতে পারবেন।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: