শিরোনাম

South east bank ad

ওকলা স্পিডটেস্টে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

ওকলা স্পিডটেস্টে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক

বাংলালিংককে দ্বিতীয়বারের মতো দেশের দ্রুতগতির মোবাইল নেটওর্য়াকের স্বীকৃতি দিয়েছে ওকলা। সম্প্রতি ২০২০ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড প্রতিবেদন অনুযায়ী, ১৪.১৬ স্পিড স্কোর নিয়ে দেশের অপারেটরগুলোর মধ্যে ইন্টারনেটের গতিতে শীর্ষে রয়েছে বাংলালিংক। গত বছরের প্রথম দুই প্রান্তিকেও একই স্বীকৃতি পেয়েছিল মোবাইল ফোন অপারেটরটি।

ওকলার 'স্পিডটেস্ট অ্যাপ' ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। এ অ্যাপের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে ওকলা। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্নেষণের জন্য বিশেষভাবে সমাদৃত প্রতিষ্ঠানটি। গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল সেবা দিতে বাংলালিংক ২০১৮ সালে সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম কিনে দেশব্যাপী শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, মহামারির মধ্যেও পরপর দু'বার এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অসাধারণ এক অর্জন। এটি দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। তিনি আরও বলেন, মানসম্মত ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মনোন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ বাংলালিংক।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: