শিরোনাম

South east bank ad

কর্মসংস্থানে সহায়তায় বাংলালিংক-গুগলের যৌথ উদ্যোগ

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

কর্মসংস্থানে সহায়তায় বাংলালিংক-গুগলের যৌথ উদ্যোগ

সেলফোন অপারেটর বাংলালিংক তরুণদের কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে গুগলের চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক অ্যাপ কর্ম জবসের সঙ্গে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় গুগলের কর্ম জবসের মাধ্যমে কর্মসংস্থানে তরুণদের সহায়তা দেয়া হবে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ভার্চুয়াল এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন।

বাংলালিংক ও গুগলের এ উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংকের কাস্টমার সেন্টারগুলোতে কর্ম জবসের বিশেষ কিয়স্ক রাখা হবে। এ কিয়স্কগুলোতে কর্ম জবসের প্রতিনিধিরা অ্যাপটির মাধ্যমে কীভাবে চাকরি সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয়, সে বিষয়ে চাকরিপ্রার্থীদের নির্দেশনা দেবেন। এছাড়া সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্ম জবস।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: