South east bank ad

বিকাশে ওয়াসার বিল পরিশোধ করা যাবে

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

এখন থেকে সারা দেশে সব ওয়াসার বিল বিকাশে পরিশোধ করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা ওয়াসা এবং সিলেট সিটি করপোরেশনের সব গ্রাহক তাদের পানির বিল এখন যেকোনো সময় যেকোনো স্থান থেকে বিকাশে পরিশোধ করে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারবেন। এর ফলে দেশজুড়ে সবগুলো ওয়াসা এবং সিলেট সিটি করপোরেশনের পানির বিল পরিশোধ আরো সহজ, সময় ও খরচ সাশ্রয়ী, নিরাপদ ও ঝামেলামুক্ত হলো।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে কয়েকটি সহজ ধাপেই পানির বিল পরিশোধ করা যায়। এক্ষেত্রে প্রযোজ্য হারে চার্জ যুক্ত হবে। বিলের পরিমাণও একই পদ্ধতিতে কোনো খরচ ছাড়াই জেনে নিতে পারেন গ্রাহক।

গ্রাহক চাইলে বিল অ্যাকাউন্টের তথ্য বিকাশ অ্যাপে সেভ বা সংরক্ষণ করে রাখতে পারবেন। ফলে প্রতিবার বিল দেয়ার সময় নতুন করে অ্যাকাউন্টের তথ্য দিতে হবে না।

বিল পরিশোধের পরই গ্রাহক বিকাশ অ্যাপে নোটিফিকেশন এবং বিতরণ কোম্পানি ও বিকাশের যৌথ লোগো সংবলিত পরিবেশবান্ধব বিলের ডিজিটাল রিসিটও পেয়ে যাবেন, যা ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগানো যাবে। ধাপে ধাপে কীভাবে বিল পরিশোধ করা যাবে, তা বিকাশ অ্যাপে নির্দিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান নির্বাচন করার পর ভিডিওতে দেখে নিতে পারবেন গ্রাহক।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: