এওয়ান ইস্পোর্টসের প্রমোশনাল পার্টনার বাংলালিংক

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে প্রথম বাংলাদেশী দল এওয়ান ইস্পোর্টস। দলটির প্রমোশনাল পার্টনারের কাজ করবে সেলফোন অপারেটর বাংলালিংক। ২১ থেকে ২৪ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ গেমিং প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেয়া মোট ২৪টি দলের মধ্যে থেকে এওয়ান ইস্পোর্টসসহ ১৬টি দলকে ফাইনালের জন্য বাছাই করা হয়। প্রমোশনাল পার্টনার হিসেবে বাংলালিংক প্রতিযোগিতা চলাকালীন এওয়ান ইস্পোর্টস সম্পর্কে যাবতীয় তথ্য জানাবে বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে।
বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, বিশ্বব্যাপী মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এখন গেমিংয়ে আগ্রহীদের জন্য অর্থ উপার্জনের অনেক সুযোগ সৃষ্টি করছে। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা ডিজিটাল দুনিয়ার নানা ক্ষেত্রে বিচরণের সুযোগ পাচ্ছে। এওয়ান ইস্পোর্টসের সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা জানাতে চাই, গেমিং শুধু বিনোদনের একটি উপায় নয়। বরং এটি বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত একটি স্পোর্ট। ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে বাংলালিংক আন্তর্জাতিক পর্যায়ে এওয়ান ইস্পোর্টসের সহযোগী হতে পেরে আনন্দিত।